Bengali | Edited by Indrani Halder | Monday November 18, 2019
স্টেলা (Talking dog) যে সে কুকুর নয়, হুঁ হুঁ বাবা, এ হলো কথা বলা কুকুর। সত্যি সত্যিই এই কুকুরটি (Stella talking dog) তার মনের ভাব মানুষদের বোঝাতে হয় কীভাবে তা জানে। স্টেলা নামের আশ্চর্য কুকুরটির মালকিন ক্রিস্টিনা হাঙ্গার হলেন একজন স্পিচ প্যাথলজিস্ট। তিনিই ওই অসাধ্য সাধন করেছেন। কাস্টমাইজড কীবোর্ডের সাহায্যে কীভাবে 'কথা বলতে' হয় তা তাঁর কুকুর স্টেলাকে শেখাচ্ছেন তিনি (Christina Hunger)।
www.ndtv.com/bengali