Bengali | Edited by Joydeep Sen | Sunday March 1, 2020
এদিকে, গত ডিসেম্বরে আইনে পরিণত হয় সিএএ বিল। সরকারের দাবি, "এই আইন কারও নাগরিকত্ব কাড়বে না। বরং তিন পড়শি মুসলিম দেশ থেকে ভারতের শরণে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে।" বিরোধীদের আবার অভিযোগ, "এই আইন মুলসিমদের প্রতি বিদ্বেষমূলক। এবং সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী।" এই টানাপোড়েনে গোটা ডিসেম্বর মাস সিএএ-বিরোধী আন্দোলনে তপ্ত থেকেছে দেশের একাধিক মেট্রো শহর। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে প্রাণ হারিয়েছেন বহু। গুরুতর জখম হন একাধিক পুলিশকর্মী।
www.ndtv.com/bengali