Bengali | Edited by Indrani Halder | Thursday December 12, 2019
বিক্ষোভের আগুনে জ্বলছে অসম, নাগরিকত্ব বিলের প্রতিবাদে রাজ্য (Assam) জুড়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার মানুষ। বুধবারও অগ্নিগর্ভ হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। বিলের প্রতিবাদে করা আন্দোলন যেন মুহূর্তে সহিংস রূপ পায়, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে যেন বারুদের গোলার উপর অবস্থান করছে ওই রাজ্য। ইতিমধ্যেই অসমের চারটি অঞ্চলে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, এলাকা জুড়ে টহল দিচ্ছে তাঁরা (Army)। এদিকে উত্তর-পূর্বের এই বিক্ষোভের মধ্যেই বুধবার রাজ্যসভাতেও পাস হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল। সংসদের উচ্চকক্ষে ওই বিলের (Citizenship Amendment Bill) পক্ষে ভোট পড়ে ১২৫ টি, এবং বিরুদ্ধে ভোট পড়ে ৯৯টি, ফলে পাস হয়ে যায় সেটি। এর আগে সোমবার লোকসভাতেও ভোটাভুটিতে পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিলটি।
www.ndtv.com/bengali