Bengali | Edited by Biren Bhattacharya | Monday February 24, 2020
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকা, সংঘর্ষে মৃত্যু হল এক পুলিশ আধিকারিক এবং এক সাধারণ নাগরিকের। উত্তর পূর্ব দিল্লিতে সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ২৪ ঘন্টায় দ্বিতীয়বার রণক্ষেত্রের চেহারা নিল রাজধানীর রাজপথ। নাগরিকত্ব আইনের পক্ষে এবং বিপক্ষে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাথর ছোঁড়া, যানবাহনে অগ্নিসংযোগ, এবং দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল, ফলে রণক্ষেত্রে পরিণত হল দিল্লির বিভিন্ন এলাকা। যার ফলে এদিন নামানো হয় আধা সামরিক বাহিনী এবং ওই সমস্ত এলাকায় বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। রবিবার বিকেলে জাফরাবাদে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, শনিবার রাতে সেখানে জড়ো হন প্রায় শতাধিক মহিলা এবং নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা।
www.ndtv.com/bengali