Bengali | NDTV | Tuesday October 16, 2018
v 13 বছর বাদে উপত্যকায় পুরসভা ভোট হচ্ছে। তবে কয়েক মাস আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকা মেহেবুবা মুফতির পিপলস ডেমোক্রিটিক পার্টি এবং ওমর আব্দুল্লার ন্যাশনাল কনফারেন্স এই নির্বাচনকে গণতন্ত্রের প্রহসন বলে ব্যাখ্যা করেছে। বহু কেন্দ্রে প্রার্থীর সংখ্যা মাত্র একজন। তাই সেখানে লড়াই হচ্ছে না। একজনও প্রার্থী না থাকায় বহু ওয়ার্ড খালি পড়ে রয়েছে। এর আগে তিন দফায় ভোট হয়েছে। তাতে গড়ে 41 শতাংশ ভোট পড়েছে
www.ndtv.com/bengali