Bengali | Edited by Indrani Halder | Monday June 29, 2020
দেশের প্রধান বিচারপতি যদি হঠাৎ একটি বাইকে (CJI on Bike) করে আপনার সামনে এসে উপস্থিত হন তবে আপনি চমকে যাবেন তো? ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা চমকে গেছেন হার্লে ডেভিডসনে সওয়ার বিচারপতি শরদ অরবিন্দ বোবদেকে (Chief Justice of India) দেখে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখন নিজের শহর নাগপুরেই রয়েছেন। এই লকডাউনে তাঁকে দেখা গেল অভিজাত ওই বাইকে (Harley Davidson) চড়ে বাইরে বের হতে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তো হইহই রইরই ব্যাপার।
www.ndtv.com/bengali