Bengali | Edited by Indrani Halder | Monday January 20, 2020
মধ্যপ্রদেশের রাজগড় জেলায় রবিবার সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) সমর্থনে করা বিজেপির তিরঙ্গা যাত্রা ঘিরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠল। প্রথমে সেখানে (Pro CAA Rally) বিজেপি কর্মীদের সঙ্গে রাজ্য প্রশাসনের বিরোধ বাঁধে। রাজগড়ের কালেক্টর নিধি নিবেদিতা ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণে বিজেপি কর্মীদের ওই মিছিল করতে বারণ করেন, কিন্তু তাতে রাজি হননি গেরুয়া দলের (BJP) কর্মীরা। এই নিয়ে তর্ক-বিতর্ক চলাকালীন এক বিজেপি নেতাকে চড় (Slapped) মেরে বসেন ওই প্রশাসনিক আধিকারিক (Collector Nidhi Nivedita)। এর পরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিরাট পুলিশ বাহিনী নামানো হয়। অভিযোগ অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে নাকি লাঠিচার্জও করে পুলিশ, যার ফলে ২ বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
www.ndtv.com/bengali