Bengali | Edited by Indrani Halder | Friday December 13, 2019
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে তিনি (Mamata Banerjee) নাগরিকত্ব সংশোধনী বিলটি আইনে পরিণত হয়ে যাওয়ার পর সেটিকে তাঁর রাজ্যে (West Bengal) প্রয়োগ করতে দেবেন না, এবার মমতার সুরেই সুর মেলালেন অন্য ২ রাজ্যের মুখ্যমন্ত্রীও। কেরালা এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও বলেছেন কেন্দ্রের করা নাগরিকত্ব সংশোধনী আইনটি মানবেন না তাঁরাও। বৃহস্পতিবারই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নাগরিকত্ব সংশোধনী বিলে (Citizenship Amendment Bill) সম্মতি দেন, ফলে আইনে পরিণত হয় সেটি। এর আগে ভোটাভুটির মাধ্যমে লোকসভা এবং রাজ্যসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিলটি। তবে বিরোধীদের অভিযোগ, এই নাগরিকত্ব সংশোধনী আইনটির (Citizenship Amendment Act) মাধ্যমে দেশের ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্য নষ্ট হবে।
www.ndtv.com/bengali