Bengali | Indo-Asian News Service | Monday October 29, 2018
ব্যাপারটিকে বলা হচ্ছে জনতার কণ্ঠ। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করে ওয়েবসাইটটিকে প্রকাশ্যে নিয়ে আসা হয়। www.manifesto.inc.in- নামে এই ওয়েবসাইটটি প্রকাশ্যে এনে দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন 16 টি ভাষায় মতামত প্রকাশ করতে পারবেন ভোটাররা। পাশাপাশি থাকছে বিশেষ হোয়াটস অ্যাপ নম্বরও। তাঁর আশা বহু মানুষ নিজেদের প্রত্যাশার কথা জানাবেন।
www.ndtv.com/bengali