Bengali | Biren Bhattacharya | Sunday September 1, 2019
ভারতের প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবকে (Kulbhusan Jadhav) ভারতের কূটনৈতিক সহায়তা (Consular Access) নিতে দেওয়া হতে পারে বলে জানাল পাকিস্তান। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তানের সামরিক আদালত। পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে একটি ট্যুইটে বলা হয়েছে, “পাকিস্তানের আইন, আন্তর্জাতিক আদালতের রায়, কূটনৈতিক সম্পর্কিত ভিয়েনা চুক্তি মেনে” কুলভূষণ যাদবকে কূটনৈতিক সহায়তা নিতে দেওয়া হবে। ২০১৭-এর এপ্রিলে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত।
www.ndtv.com/bengali