Bengali | Edited by Indrani Halder | Monday March 23, 2020
কলকাতা সহ পশ্চিমবঙ্গে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। বর্তমানে এ রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা (Corona in West Bengal) বেড়ে দাঁড়াল ৭ জনে। রবিবারই কলকাতায় আরও ৩ জনের শরীরে COVID-19 সংক্রমণের প্রমাণ মিলেছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন কলকাতায় ব্রিটেন ফেরত যে যুবকের শরীরে করোনা (Corona in Kolkata) সংক্রমণ ধরা পড়ে, তাঁর থেকে ওই ভাইরাস ছড়িয়েছে তাঁর বাবা-মা ও বাড়ির পরিচারিকার শরীরেও। তাঁদের বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানেই চলছে চিকিৎসা। ওই যুবকের পরিবারের আরও ৮ সদস্যকে রাজারহাটের চিত্তরঞ্জন হাসপাতালের পৃথক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বালিগঞ্জের বাসিন্দা বাইশ বছরের ওই যুবক উচ্চশিক্ষা লাভের জন্যে ব্রিটেনে গিয়েছিলেন এবং সম্প্রতি দেশে ফেরার পর তাঁর শরীরে করোনা সংক্রমণের Coronavirus Outbreak) প্রমাণ মেলে। তিনিও বর্তমানে বেলেঘাটা হাসপাতালে ভর্তি রয়েছেন।
www.ndtv.com/bengali