Bengali | Edited by Indrani Halder | Monday March 23, 2020
করোনা (Coronavirus) পরিস্থিতির জেরে এবার ঘরে বসেই সওয়াল-জবাবে ব্যস্ত হবেন দেশের আইনজীবীরা। এমনই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে। দেশের শীর্ষ আদালতের তালিকায় থাকা মামলাগুলির এখন শুধুমাত্র ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি চলবে, আইনজীবীদের আসতে হবে না আদালতে, জানানো হয়েছে এই কথা। পাশাপাশি একথাও জানানো হয়েছে, সব মামলার নয়, এই সঙ্কটের মুহূর্তে শুধুমাত্র গুরুত্বপূর্ণ মামলারই শুনানি চলবে। পাশাপাশি আদালতে (Supreme Court) যাতে কোনওভাবে ওই মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে না পড়ে তাই সুপ্রিম কোর্ট ক্যাম্পাসে থাকা আইনজীবীদের চেম্বারও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
www.ndtv.com/bengali