Bengali | Edited by Indrani Halder | Saturday March 7, 2020
মৃত্যুদূতের মতো নিঃশব্দে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে (Coronavirus Outbreak) পড়ছে করোনা ভাইরাস। এখনও পর্যন্ত এদেশে ৩১ জন রোগীর দেহে ওই ভাইরাস (Coronavirus Update) থাকার নিশ্চিত প্রমাণ মিলেছে। তবে এবার করোনা আতঙ্ক গ্রাস করেছে ভূস্বর্গকেও (Jammu And Kashmir)। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে দু'জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ, তাঁদের শারীরিক পরীক্ষা চলছে, তবে তাঁদের ওই পরীক্ষার ফল ইতিবাচক হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে সেখানকার প্রশাসন। প্রাথমিক সতর্কতা হিসাবে জম্মু ও সাম্বা জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। "জম্মু থেকে সন্দেহভাজন দু'জন রোগীর প্রাথমিক শারীরিক পরীক্ষার রিপোর্ট মিলেছে। দুজনেই প্রবল রোগে ভুগছেন। তাঁদের পরীক্ষার ইতিবাচক ফল মেলার প্রবল সম্ভাবনা রয়েছে", শনিবার সকালে কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্য সচিব রোহিত কনসাল টুইট করে জানান এই কথা। করোনা ভাইরাসের আতঙ্কের (Coronavirus in India) মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
www.ndtv.com/bengali