Bengali | Reported by Arvind Gunasekar, Edited by Biswadip Dey | Tuesday April 21, 2020
করোনার পরীক্ষায় ব্যবহৃত চিনা র্যাপিড টেস্ট কিট পুরোপুরি কার্যকরী নয় বলে দেশের তিনটি রাজ্য অভিযোগ জানিয়েছে বলে মঙ্গলবার আইসিএমআর জানিয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখার। আপাতত আগামী দু’দিন এই কিট ব্যবহার করতে বারণ করা হয়েছে সমস্ত রাজ্যকে। তাদের দাবি, এই দু’দিনেই বিষয়টির সমাধান করা সম্ভব হবে। রাজস্থান, যারা এদিনই এটার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে, তারা ইতিমধ্যেই এই কিটের ব্যবহার বন্ধ রেখেছে। রাজস্থানের দাঊই, মাত্র ৫.৪ শতাংশ পরীক্ষার ফলই যথার্থ আসছে এই কিট ব্যবহার করলে। সারা বিশ্বেই মেডিক্যাল বিশেষজ্ঞরা এব্যাপারে একমত হয়েছেন যে এই পদ্ধতি অব্যর্থ নয়। ভারতে গত সপ্তাহ থেকেই এই কিট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও চিন এমন দাবি মেনে নেয়নি।
www.ndtv.com/bengali