Bengali | Edited by Indrani Halder | Friday April 17, 2020
২১ মার্চ, COVID-19-এর বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম যখন ক্লোরোক্যুইন (Hydroxychloroquine) ড্রাগকে "গেমচেঞ্জার" হিসাবে বর্ণনা করেছিলেন। তারপর থেকেই এই অ্যান্টি-ম্যালেরিয়া ড্রাগটিকে নিজেদের দেশে মজুত করার জন্যে উঠে পড়ে লাগে আমেরিকা। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী যে কোনও আমদানি করা ওষুধ ব্যবহারের আগে তারা সামগ্রিকভাবে ওই ওষুধের মান খতিয়ে দেখে। কিন্তু করোনা ভাইরাসের (Coronavirus) আক্রমণের কারণে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে মৃত্যুমিছিল শুরু হয়েছে তাতে ওষুধের মান খতিয়ে দেখার মতো যথেষ্ট সময় নেই ওই দেশের হাতে। তাই একপ্রকার বাধ্য হয়েই করোনার (COVID-19) সঙ্গে লড়তে ক্লোরোক্যুইন ড্রাগ ব্যবহারের জন্যে ওষুধের মানদণ্ডের সঙ্গে সমঝোতা করেছে আমেরিকা।
www.ndtv.com/bengali