Bengali | Edited by Indrani Halder | Monday May 4, 2020
রাজ্যে (West Bangal) করোনা আক্রান্ত হয়ে মৃতদের পরিসংখ্যান তুলে ধরতে একটি বিশেষ অডিট কমিটি গড়ে পশ্চিমবঙ্গ সরকার। ওই কমিটির দেওয়ার কোভিড ১৯ (COVID- 19) এ আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিসংখ্যান নিয়ে বিতর্ক বাঁধে। কেননা ওই প্যানেল (Bengal Audit Panel ) মৃতদের মধ্যেও দুটি ভাগ করে, একটি শুধুমাত্র করোনায় (Coronavirus) আক্রান্ত হয়ে মৃতদের তালিকা আর অন্যটি হল আগে থাকতেই কোনও জটিল রোগে ভোগা ব্যক্তি য়াঁরা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁদের তালিকা। ঘরে বাইরে চাপের মুখে পড়ে এবার সুর বদল করল রাজ্যের করোনা অডিট প্যানেল। ওই প্যানেলেরই অন্তর্ভুক্ত এক আধিকারিক জানিয়েছেন, অডিট প্যানেল শুধুমাত্র অদ্ভুত ধরণের করোনা আক্রান্তদের পরিসংখ্যানই নাকি রাজ্য সরকারের কাছে তুলে দিয়েছে, সেটি সামগ্রিক পরিসংখ্যান নয়।
www.ndtv.com/bengali