Bengali | Edited by Indrani Halder | Thursday April 2, 2020
এবার এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বইয়ের ধারাভীতে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর ছাপান্নের এক ব্যক্তির। বুধবারই ওই মারণ ভাইরাসের (Mumbai Coronavirus Case) কারণে মৃত্যু হয় তাঁর। কিছুদিন আগে ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, গতকাল তাঁর অবস্থা আশঙ্কা জনক হয় ও পরে তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির সান্নিধ্যে আসা ৭ জনকে আপাতত নিজেদের বাড়িতেই কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। তাঁদের শরীরে করোনা সংক্রমণ আছে কিনা তা জানতে আজ (বৃহস্পতিবার) পরীক্ষা করা হবে। সূত্রের খবর, ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় ওই অঞ্চলে খুব তাড়াতাড়ি করোনা সংক্রমণ (Dharavi Coronavirus Case) ছড়িয়ে পড়তে পারে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ওই বস্তি এলাকার পুরোটাই "সিল" করে দেওয়া হয়েছে।
www.ndtv.com/bengali