Bengali | Edited by Indrani Halder | Saturday March 14, 2020
করোনা ভাইরাস, রীতিমতো গোটা বিশ্বকে এলোমেলো করে দিচ্ছে এই রোগ। মারণ ভাইরাসের (Coronavirus) আতঙ্কে প্রায় স্তব্ধ ব্যবসায়িক লেনদেন, যার প্রভাব পড়ছে শেয়ার বাজারেও। বিনিয়োগকারীরাও আর কোনও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে চাইছেন না, সব মিলিয়ে দুনিয়া জুড়ে আজব অর্থনৈতিক মন্দা তৈরি করে দিচ্ছে এই মহামারী। ভারত সহ গোটা বিশ্ব এই বৈশ্বিক মন্দা মোকাবিলার (Coronavirus snd Economy) চেষ্টায় লড়াই করছে, আশঙ্কা তৈরি হয়েছে চাকরির ক্ষেত্রেও। কেননা এই রোগটি (Coronavirus Outbreak) কেবল ব্যবসায় ক্ষতি করছে তা নয়, চাকরির ক্ষেত্রেও তৈরি হচ্ছে অনিশ্চয়তা।
www.ndtv.com/bengali