Bengali | Edited by Indrani Halder | Friday April 10, 2020
এক ভয়ঙ্কর অসুখে ভুগছে এখন সারা বিশ্ব, করোনা ভাইরাস (Coronavirus) ছাড় দেয়নি প্রায় কোনও দেশকেই, মানুষের কাছে মৃত্যু বিভীষিকা এখন COVID-19। গত ডিসেম্বর চিনের উহান থেকে এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এই মুহূর্তে মোট ১৮৪ টি দেশ করোনার কবলে এবং মৃতের সংখ্যা (Coronavirus Total Death in World) ছাড়িয়েছে ৯০,০০০। পৃথিবী জুড়ে এখন এই ভাইরাসে সংক্রমিত হয়েছে দেড় মিলিয়নেরও বেশি মানুষ। তবে এর মধ্যে থেকে ৩ লক্ষ ৩০ হাজারেরও বেশি মানুষ অবশ্য ওই রোগের সঙ্গে লড়ে সুস্থ হয়ে উঠেছেন।
www.ndtv.com/bengali