Bengali | Edited by Indrani Halder | Friday September 20, 2019
Corporate tax cut: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কর্পোরেট কর কমানোর ঘোষণাকে "ঐতিহাসিক" বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পদক্ষেপ "১৩০ কোটি ভারতীয়ের হৃদয় জিতবে", আশাপ্রকাশ করেন তিনি (PM Modi)। এই ঘোষণা মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে দুর্দান্ত উদ্দীপনা দেবে বলেও মনে করেন তিনি। প্রধানমন্ত্রী (Narendra Modi) আরও বলেন যে এটি কোটি কোটি ভারতীয়দের কাছে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে। "কর্পোরেট ট্যাক্স কমানোর পদক্ষেপটি ঐতিহাসিক। এটি # মেক ইন ইন্ডিয়ার পক্ষে দুর্দান্ত উদ্দীপনা, বিশ্বের বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা, আমাদের বেসরকারি খাতের প্রতিযোগিতামূলক দক্ষতা বাড়ানো, আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা এবং ফলশ্রুতিতে ১৩০ কোটি ভারতীয়দের জয়", অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) ওই ব্যবস্থা গ্রহণের ঘোষণার পর প্রধানমন্ত্রী মোদি টুইট করে লেখেন একথা।
www.ndtv.com/bengali