Bengali | Edited by Indrani Halder | Saturday July 18, 2020
একেই বোধহয় বলে 'মরার উপর খাঁড়ার ঘা'। একে তো কলকাতা (Kolkata) সহ গোটা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা অত্যন্ত দ্রুত হারে বাড়ছে, তার উপর আবার মিলছে না করোনার ওষুধও (Covid Drugs)। কোভিড ড্রাগের এমন ঘাটতি দেখা দিয়েছে যে, রোগীদের (Coronavirus) পরিবারকে ওষুধ সংগ্রহের জন্যে ছুটে বেড়াতে হচ্ছে এপ্রান্ত থেকে ওপ্রান্ত। গত সপ্তাহের পর থেকেই করোনা ভাইরাসের চিকিৎসায় ব্য়বহৃত ড্রাগ অ্যাকটেমরা (Actemra) বা টোসিলিজুমাব (Tocilizumab) বাজার থেকে একরকম বেপাত্তা হয়ে গেছে বলা যায়।
www.ndtv.com/bengali