Bengali | Edited by Indrani Halder | Saturday March 28, 2020
তবে কি এবার করোনা ভাইরাসকে দমাতে পারবে ভারত? কারণ পুণের আইসিএমআর-এনআইভির বিজ্ঞানীদের ইলেক্ট্রন মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রে এই প্রথম ধরা পড়ল করোনা ভাইরাসের ছবি। কীভাবে ওই ভাইরাসের (Coronavirus Image) হদিশ মিলল সেই তথ্য সহ করোনা সম্পর্কিত যাবতীয় তথ্য প্রকাশ করা হল ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চে। জানা গেছে, গত ৩০ জানুয়ারি ভারতের প্রথম Sars-Cov-2 ভাইরাস আক্রান্তের গলা থেকে সংগৃহীত নমুনা গবেষণাগারে বিশ্লেষণ করার সময় ওই ছবিটি তোলা হয়। করোনা আক্রান্ত যে মহিলার গলা থেকে সংগ্রহ করা লালায় ওই ভাইরাস (Coronavirus) মেলে তিনি এর আগে চিনের উহানে চিকিৎসাবিজ্ঞানের পড়াশুনো করছিলেন। ওই দেশ থেকে ভারতে ফিরে আসার পরেই তাঁর শরীরে COVID-19 এর সংক্রমণ ধরা পড়ে।
www.ndtv.com/bengali