Bengali | NDTV | Sunday June 23, 2019
ধর্মের স্বাধীনতা (Religious Freedom) নিয়ে সাম্প্রতিক মার্কিন রিপোর্টকে (US Report) খারিজ করে দিল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। মুখপাত্র রবীশ কুমার (foreign ministry spokesperson) বলেছেন, “ভারতীয় সংবিধান সংখ্যালঘু সম্প্রদায় সহ সকল দেশবাসীর মৌলিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ”।ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন যে, বিদেশি সংস্থার এই ধরণের রিপোর্টের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, ভারতে সবসময়ই দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকারকে অক্ষুন্ন রাখা হয়েছে।“ভারত(India) ধর্মনিরপেক্ষ রাষ্ট্র,একটি বিশাল গণতান্ত্রিক কাঠামো ও বহু ভাষাভাষীর সমাজের অধিকারী এই দেশ সবসময়ই সহিষ্ণুতার পক্ষেই আস্থা রেখেছে।সংখ্যালঘু সম্প্রদায় দেশের সমস্ত নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় বদ্ধপরিকর এই দেশ”, দাবি রবীশের।
www.ndtv.com/bengali