Bengali | Press Trust of India | Tuesday July 16, 2019
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তাদের ফলাফলের জন্য জাতীয় দলের তকমা হারাতে পারে তৃণমূল কংগ্রেস(TMC), ন্যাশান্যালিস্ট কংগ্রেস পার্টি(NCP) এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (CPI)। সূত্রের খবর, খুব শীঘ্রই তাদের শোকজ নোটিশ পাঠাতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission), তিন দলের থেকে জানতে চাওয়া হবে, কেন তাদের জাতীয় দলের তকমা কেড়ে নেওয়া হবে না। ২০১৪ লোকসভা নির্বাচনের পরেও, জাতীয় দলের তকমা হারানোর মত পরিস্থিতি তৈরি হয়েছিল সিপিআই, বিএসপি, এনসিপি'র। যদিও, ২০১৬-এ নির্বাচন কমিশনের তরফে, এই স্বীকৃতির নিয়ম সংশোধন করে। নতুন নিয়মে বলা হয়, রাজনৈতিক দলগুলির জাতীয় এবং রাজ্যভিত্তিক দলের তকমা পাঁচ বছরের পরিবর্তে দশ বছর অন্তর পুনর্বিবেচনা করা হবে। ফলে সাময়িক স্বস্তি পায় এই দলগুলি।
www.ndtv.com/bengali