Bengali | Reported by Renaissance Chakraborty, Written by Renaissance Chakraborty | Saturday November 9, 2019
ঘূর্ণিঝড় বুলবুল( Cyclone Bulbul Update) ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর হচ্ছে। পারাদ্বীপ থেকে এই মুহুর্তে ২৬০ কিলোমিটার, এবং কলকাতা থেকে ৫০০ কিলোমিটার,সাগর থেকে ৩৯০ কিলোমিটার দূরে রয়েছে বুলবুল। সমুদ্র উত্তাল, অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাড়াল আরও গতিবেগ,১৭৫ কিলোমিটার/ ঘণ্টায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। এখনও পর্যন্ত যা চিত্র তাতে ১০ তারিখ খুব ভোরে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের কাছে উপকূল অঞ্চলে ভয়ঙ্কর গতিবেগ নিয়ে আছড়ে পড়বে মারাত্মক ঘূর্ণিঝড় "বুলবুল
www.ndtv.com/bengali