Bengali | Edited by Madhurima Dutta | Saturday November 9, 2019
দ্রুত গতিতেই আসছে বুলবুল (Cyclone Bulbul)। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ওড়িশা ও বাংলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ার কয়েক ঘন্টা পরেই, আজ সন্ধ্যা ৬ টা থেকে শুরু করে রবিবার ভোর ৬ টা পর্যন্ত সমস্ত বিমান স্থগিত করেছে কলকাতা বিমানবন্দর। ঘূর্ণিঝড় বুলবুল প্রতি ঘণ্টায় কমপক্ষে ১২০ কিলোমিটার ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত ঘটাবে বলেই আশঙ্কা। উপকূলীয় ওড়িশা এবং পশ্চিমবাংলার কিছু অংশে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী সমস্ত অঞ্চলজুড়ে ৩৪ টি দলকে মোতায়েন রেখেছে যে কোনও পরিস্থিতি সামলাতে। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলার উপকূলীয় অঞ্চলে কমলা সতর্কতা জারি করেছিল। বুলবুল ক্রমেই ‘অতি মারাত্মক ঘূর্ণিঝড়’ হয়ে উঠছে।
www.ndtv.com/bengali