Bengali | Edited by Biren Bhattacharya | Tuesday November 12, 2019
সুন্দরবনের শক্ত ঢালে ধাক্কা খেয়ে বাংলাদেশে পাড়ি দিয়েছিল সাইক্লোন বুলবুল (Cyclone Bulbul), তবে তার প্রভাব পড়ছে এপার বাংলাতেও। মঙ্গলবার রাজ্য সরকারের এক আধিকারিক জানান, পশ্চিমবঙ্গে বুলবুলের প্রভাবে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১৫,০০০ থেকে ১৯,০০০ কোটি টাকা।
www.ndtv.com/bengali