Bengali | Edited by Shylaja Varma | Wednesday June 12, 2019
মাসখানেক আগে ওড়িশায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফণী (Cyclone Fani) । এবার গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বায়ু (Cyclone Vayu) । ইতিমধ্যেই গুজরাটের উপকূল এলাকায় চূড়ান্ত সর্তকতা (High Alert) জারি করা হয়েছে। কচ্ছ থেকে শুরু করে দক্ষিণ গুজরাটের একটি বিস্তীর্ণ এলাকাই উপকূলের মধ্যে পড়ে। সেখানে আগাম সর্তকতা হিসেবে স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ রাখছে প্রশাসন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান বায়ু আছড়ে পড়ার পর কী কী ধরনের জটিলতা তৈরি হতে পারে তা ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গুজরাট এবং দমন দিউয়ের জন্য বিস্তারিত পরামর্শ বার্তা পাঠানো হয়েছে। এদিকে ইতিমধ্যেই কেরালায় বর্ষা রেখা প্রবেশ করে গিয়েছে।
www.ndtv.com/bengali