Bengali | Press Trust of India | Tuesday April 9, 2019
Lok Sabha elections 2019: একটি ‘স্থায়ী রাজনৈতিক সমাধান'-এর আশু প্রয়োজন পাহাড়ে, মঙ্গলবার দার্জিলিং (Darjeeling) লোকসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী রাজু সিং বিস্ত (Raju Singh Bisht) এই কথা জানান ওই জেলায় একটি জনসভা থেকে। এছাড়া, তিনি আরও জানান যে, আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha elections 2019) যদি তাঁর দল ভোটে জিতে বাংলায় ক্ষমতায় আসে তাহলে এই রাজ্যে এনআরসি (NRC) চালু হবে। যদিও, গোর্খাল্যান্ড নামের পৃথক একটি রাজ্যের যে দাবি, সেই ব্যাপারে কোনও প্রতিশ্রুতি দেননি রাজু সিং বিস্ত। তিনি বলেন, এনআরসি (NRC) কাজ আসলে একটি চালুনির মতো। এই দেশের আসল নাগরিকের থেকে রিফিউজিদের আলদা করে দেওয়া। তাঁর কথায়, গোর্খাদের সঙ্গে যে ‘অমানবিক' ব্যবহার করেছে তৃণমূল সরকার, তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত পাহাড়।
www.ndtv.com/bengali