Bengali | NDTV | Friday October 12, 2018
কংগ্রেসের দাবি তাদের তোলা অভিযোগকে চাপা দিতেই ফ্রান্সে এসেছেন সীতারামণ। রাফালে নির্মাণকারী সংস্থা ডাসল্টেও তাঁর যাওয়ার কথা। কিন্তু কংগ্রেসের অভিযোগ মানতে রাজি হননি প্রতিরক্ষা মন্ত্রী।প্যারিসে এনডিটিভিকে তিনি জানান, অনিল আম্বানিকে যুক্ত করার ব্যাপারে আমাদের কোনও ভূমিকা ছিল না। যুদ্ধ বিমান কেনার ব্যাপারে এক দেশের সঙ্গে অন্য দেশের সরকারের চুক্তি হয়েছিল। এখানে কোনও সংস্থার নাম আলাদা করে উল্লেখ করা হয়নি। সেগুলি আমার কাছে তাৎপর্য পূর্ণও নয়। আমার কাছে এখানে আসার আমন্ত্রণ ছিল। ডাসল্টের থেকে আমরা যুদ্ধ বিমান কিনছি। তাই সেখানে অবশ্যই যাব।
www.ndtv.com/bengali