Bengali | Edited by Indrani Halder | Monday November 25, 2019
নিখোঁজ বিধায়কদের মধ্যে ৪ জন ফিরে এসেছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (NCP), সোমবার এমন দাবিই করল শরদ পাওয়ারের দল। জানা গেছে, শনিবার এনসিপি নেতা অজিত পাওয়ার যখন দেবেন্দ্র ফড়নবিশ তথা বিজেপির সঙ্গে থেকে মহারাষ্ট্র (Maharashtra) সরকার গঠনে সাহায্য করেন, তখন থেকেই নিখোঁজ ছিলেন ওই বিধায়করা। তাঁরাই এবার ফিরে এলেন দলে। এনসিপি আরও দাবি করেছে যে, এনসিপি'র ৫৪ বিধায়কের মধ্যে ৫৩ জনের সমর্থনই তাঁদের ৩ দলের জোটের পক্ষে রয়েছে।
www.ndtv.com/bengali