Bengali | Edited by Indrani Halder | Saturday August 8, 2020
রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে (UN Security Council) এবার দাউদ ইস্যুতে নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হলো ভারত (India at UN)। ভারত নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে জানিয়েছে যে ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণকাণ্ডের প্রধান ষড়যন্ত্রকারী দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim) এবং রাষ্ট্রসঙ্ঘের জঙ্গিতালিকাভুক্ত অন্য সন্ত্রাসবাদীদেরও নিজেদের দেশে আশ্রয় দিয়েছে একটি প্রতিবেশী দেশ। শুধু তাই নয়, পাকিস্তানের নাম না নিয়েও আকারে ইঙ্গিতে ওই দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের রক্ষা করার সবরকম চেষ্টাও করে যাওয়ারও অভিযোগ তোলে ভারত।
www.ndtv.com/bengali