Bengali | Agencies | Thursday July 19, 2018
এদিকে এই দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৎস্যজীবীদের সংগঠনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন আবহাওয়া দপ্তর থেকে কোনও নির্দেশিকা আসেনি। সমুদ্রে যে মাছ ধরতে যাওয়া যাবে না, সেকথা রেডিওতেও ঘোষণা করা হয়িনি। আর তাই মৎস্যজীবীরা মাছ ধরতে যান। কিন্তু আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট বলছে সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। সংগঠনের দেওয়া তথ্য বলছে এই তিনটি ছাড়াও আরও কয়েকটি ট্রলার সেদিন সমুদ্রে গিয়েছিল কিন্তু তারা সুরক্ষিত ভাবে ফিরে আসতে পারলেও মালেশ্বর, জয়কিষান ও শিবানী – এই তিনটি ট্রলারে থাকা মৎস্যজীবীরাই সমস্যায় পড়েন।
www.ndtv.com/bengali