Bengali | Written by Indrani Halder | Wednesday June 17, 2020
আজ ৩০ মে, বাঙালির মনের ঘর এই দিনটাতে (Death Anniversary of Rituparna Ghosh) একটু বেশি রকমই হু-হু করে ওঠে। হ্যাঁ, করোনা ত্রাস আর আমফানের দুর্ভোগের মধ্যেও আবেগপ্রিয় বাঙালি এই দিনটিকে আলাদা করে মনে করছে, কারণ আজ থেকে ঠিক ৭ বছর আগে চলে গেছিলেন প্রাণের "দোসর" ঋতুপর্ণ ঘোষ। ২০১৩ সালে মাত্র ৪৯ বছর বয়সে সকলকে কাঁদিয়ে দিয়ে চলে যান সকলের প্রিয় পরিচালক (Rituparna Ghosh)। তবে তাঁর (Rituparna) শূন্যতার ৭ বছর পেরিয়েও এখন বাঙালির মনের বৈঠকখানায় জাঁকিয়ে বসে আছেন "ঘোষ অ্যান্ড কোম্পানি"। লকডাউনে ঘরবন্দি অবস্থাতেও আজ "ঋতু"বিহনের এই বিশেষ দিনটিকে স্মরণ করেছেন শিল্পী লোপামুদ্রা মিত্র। "৩০ শে মে" নামে একটি ইউটিউব ভিডিও তৈরি করে বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়েছেন শিল্পীরা।
www.ndtv.com/bengali