Bengali | Edited by Indrani Halder | Monday May 11, 2020
গত সপ্তাহে ইনস্টাগ্রামের "বয়েজ লকার রুম"-এর কথোপকথন ঝড় তুলে দেয় সোশ্যাল মিডিয়ায়। ওই গ্রুপের (Bois Locker Room) সদস্যরা দিল্লির বিভিন্ন স্কুলের একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্র, যাঁদের আলোচনার বিষয়বস্তু নাকি নিজেদের সহপাঠিনীদের কী ভাবে গণধর্ষণ করবে ও অন্যান্য অশ্লীল বিষয়! সেই গ্রুপেরই কথোপকথনের একটি স্ক্রিনশট টুইটারে ফাঁস করে দেয় এক ছাত্রী, আর তার পর থেকেই বিষয়টি নিয়ে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। কিন্তু বিষয়টির তদন্তে নেমে ঘটনার এক নয়া মোড় খুঁজে পেয়েছে দিল্লি পুলিশ। তাঁরা (Delhi Police) জানাচ্ছে, ইনস্টাগ্রাম গ্রুপের কথোপকথনে "গণধর্ষণ" সম্পর্কে মন্তব্যটি নাকি মোটেই ওই চ্যাটরুমে করা হয়নি। পুলিশ বলছে, ছাত্রদের প্রতিক্রিয়া যাচাই করার জন্য একটি মেয়েই নাকি ছেলে সেজে ওই মন্তব্য করেছে।
www.ndtv.com/bengali