Bengali | Edited by Indrani Halder | Wednesday March 4, 2020
আজ (বুধবার) সুপ্রিম কোর্টে বিজেপি নেতাদের (BJP Leaders) বিরুদ্ধে বিদ্বেষমূলক (Hate Speeches) প্রচার করার অভিযোগে করা মামলার শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ। গত সপ্তাহে সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে সংঘর্ষ বাঁধে, পরে সেই সংঘর্ষ ভয়ঙ্কর হিংসা পরিস্থিতির রূপ নেয়। দিল্লির ওই অশান্তির জেরে এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা শতাধিক। চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে দিল্লির সাধারণ মানুষ। বিজেপি নেতাদের বিদ্বেষমূলক প্ররোচনার জেরেই দিল্লিতে হিংসা (Delhi violence) ছড়িয়েছে, তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এই আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হন দিল্লি হিংসার বলি মানুষজনের পরিবার। জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হোক, আবেদন করেন আইনজীবী। সোমবার মামলাটি গ্রহণ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, সুপ্রিম কোর্ট শান্তি কামনা করে তবে শক্তিরও একটি সীমাবদ্ধতা রয়েছে, এভাবে সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারে না আদালত।
www.ndtv.com/bengali