Bengali | Edited by Indrani Halder | Tuesday March 3, 2020
দেশের রাজধানীতে গত সপ্তাহে যে হিংসা-হানাহানির ঘটনা ঘটেছে, তার নেপথ্যে যারা রয়েছে তাঁদের "বাঁচানো উচিত নয়",মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদির(Narendra Modi) সঙ্গে বৈঠকের পর এমন বার্তাই দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি (Arvind Kejriwal) বলেন, "আমি ওনাকে (প্রধানমন্ত্রীকে) বলেছি যে আমাদের দেশের রাজধানীতে আবারও যাতে এ জাতীয় পরিস্থিতি (Delhi Violence) তৈরি না হয় সে ব্যাপারেই সকলেরই সচেষ্ট হওয়া উচিত। সংঘর্ষের জন্য যারা দায়ী - তারা যে দলেরই হোক না কেন তাদের বাঁচানো উচিত নয়, আমি প্রধানমন্ত্রীর কাছে এই আবেদনই জানিয়েছি"। আজ (মঙ্গলবার) সকাল ১১ টা নাগাদ সংসদ ভবনে এই বৈঠকটি হয়। তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম নরেন্দ্র মোদির মুখোমুখি হলেন দিল্লি মুখ্যমন্ত্রী । গত মাসেই দিল্লি বিধানসভার নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তৃতীয়বারের জন্যে সেখানে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টির সরকার।
www.ndtv.com/bengali