Bengali | Edited by Biswadip Dey | Sunday February 16, 2020
দিল্লির রামলীলা ময়দানে (Ramlila Maidan) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আম আদমি পার্টির (Aam Aadmi Party) প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁর সঙ্গে লালকেল্লা সংলগ্ন ওই বিরাট ময়দানে তাঁর সঙ্গে তাঁর ছয় মন্ত্রীরও শপথগ্রহণ। তাঁরা হলেন মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাস গেহলত, ইমরান হোসেন ও রাজেন্দ্র পাল গৌতম। জনতাকে এই জয় উৎসর্গ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘‘নির্বাচন শেষ। কোনও ব্যাপার নয়, আপনি কাদের ভোট দিয়েছেন। আপনি আমার পরিবারের সদস্য। কোনও কিছুই আমাকে কাজ করা থেকে বিরত করতে পারবে না।’’ নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২ আসন পেয়ে দুরন্ত জয় পেয়েছে আম আদমি পার্টি। বিজেপি পেয়েছে মাত্র আটটি। ২০১৫ সালের কাছাকাছিই ফলাফল করেছে আম আদমি পার্টি।
www.ndtv.com/bengali