Bengali | Edited by Biren Bhattacharya | Tuesday November 5, 2019
পুলিশ ও আইনজীবীদের মধ্যে দিল্লিতে সংঘর্ষের (Clashes Between the Police and Lawyers) ঘটনা নিয়ন্ত্রণের বাইরে, ন্যায়বিচার এবং সুরক্ষার দাবিতে দিল্লি পুলিশের সদর দফতরের বাইরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন শখানেক পুলিশকর্মী। শীর্ষ আধিকারিকরা একাধিকবার অনুরোধ করলেও, নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ পুলিশকর্মীরা। সার্ভিস রুল অনুযায়ী, বিক্ষোভে সামিল হতে পারেন না পুলিশকর্মীরা, তবে এদিনের বিক্ষোভের ভিত্তি ছিল এবং তা আদালতের দৃষ্টি আকর্ষণ করে। দিল্লি এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে নোটিশ পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। পরিস্থিতি পর্যালোচনায় নিজের বাড়িতে বৈঠক করেন উপরাজ্যপাল অনিল বায়জল। রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সন্ধ্যার মধ্যেই, দিল্লির পুলিশকর্মীদের পাশে দাঁড়িয়ে সমর্থনের বার্তা দিয়েছেন হরিয়ানা, বিহারসহ বিভিন্ন রাজ্যের পুলিশকর্মীরা।
www.ndtv.com/bengali