Delhi Lawyers Protest

'Delhi Lawyers Protest' - 2 News Result(s)

  • দিল্লিতে পুলিশ-আইনজীবী সংঘাত চরমে, আইনজীবীরা বন্ধ করল নিম্ন আদালত: দশটি তথ্য
    Bengali | Edited by Biswadip Dey | Wednesday November 6, 2019
    দিল্লিতে(Delhi) আইনজীবী ও পুলিশের সংঘাত নতুন মাত্রায় পৌঁছল। প্রতিবাদী আইনজীবীরা দিল্লির সমস্ত নিম্ন আদালতকে বন্ধ (Lawyers Shut Courts)করে দিল। এছাড়া দিল্লি পুলিশ প্রধানকে আইনি নোটিশ পাঠালেন‌ এক আইনজীবী। বিষয় মঙ্গলবারের ম্যারাথন বিক্ষোভ। সেই নোটিশের দাবি ওই বিক্ষোভ বেআইনি এবং যাঁরা বিক্ষোভ অংশ নিয়েছেন তাঁদের গ্রেফতার করতে হবে। ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া’র সভাপতি বুধবার কেউ হিংসার পথে গেলে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তাঁকে দিল্লি হাইকোর্টের তরফে মঙ্গলবার আইনজীবীদের সাম‌লানোর কথা বললে তিনিস এই কথা জানান। কিন্তু পাশাপাশি তিনি বলেন, পুলিশ আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ করার পূর্ণ স্বাধীনতা চায়। তিনি বলেন, ‘‘পুলিশ জানিয়েছে তারা বিচারপতিদের নিরাপত্তা তুলে নেবে এবং এটা তাদের অন্যতম এক দাবি।’’ দিল্লি হাইকোর্টে এবিষয়ে বুধবার শুনানি।
    www.ndtv.com/bengali
  • দিল্লিতে হেনস্থার ঘটনায় ১১ ঘন্টা পর অবরোধ তুললেন পুলিশকর্মীরা
    Bengali | Edited by Biren Bhattacharya | Tuesday November 5, 2019
    পুলিশ ও আইনজীবীদের মধ্যে দিল্লিতে সংঘর্ষের (Clashes Between the Police and Lawyers) ঘটনা নিয়ন্ত্রণের বাইরে, ন্যায়বিচার এবং সুরক্ষার দাবিতে দিল্লি পুলিশের সদর দফতরের বাইরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন শখানেক পুলিশকর্মী। শীর্ষ আধিকারিকরা একাধিকবার অনুরোধ করলেও, নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ পুলিশকর্মীরা। সার্ভিস রুল অনুযায়ী, বিক্ষোভে সামিল হতে পারেন না পুলিশকর্মীরা, তবে এদিনের বিক্ষোভের ভিত্তি ছিল এবং তা আদালতের দৃষ্টি আকর্ষণ করে। দিল্লি এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে নোটিশ পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। পরিস্থিতি পর্যালোচনায় নিজের বাড়িতে বৈঠক করেন উপরাজ্যপাল অনিল বায়জল। রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সন্ধ্যার মধ্যেই, দিল্লির পুলিশকর্মীদের পাশে দাঁড়িয়ে সমর্থনের বার্তা দিয়েছেন হরিয়ানা, বিহারসহ বিভিন্ন রাজ্যের পুলিশকর্মীরা।
    www.ndtv.com/bengali

'Delhi Lawyers Protest' - 2 News Result(s)

  • দিল্লিতে পুলিশ-আইনজীবী সংঘাত চরমে, আইনজীবীরা বন্ধ করল নিম্ন আদালত: দশটি তথ্য
    Bengali | Edited by Biswadip Dey | Wednesday November 6, 2019
    দিল্লিতে(Delhi) আইনজীবী ও পুলিশের সংঘাত নতুন মাত্রায় পৌঁছল। প্রতিবাদী আইনজীবীরা দিল্লির সমস্ত নিম্ন আদালতকে বন্ধ (Lawyers Shut Courts)করে দিল। এছাড়া দিল্লি পুলিশ প্রধানকে আইনি নোটিশ পাঠালেন‌ এক আইনজীবী। বিষয় মঙ্গলবারের ম্যারাথন বিক্ষোভ। সেই নোটিশের দাবি ওই বিক্ষোভ বেআইনি এবং যাঁরা বিক্ষোভ অংশ নিয়েছেন তাঁদের গ্রেফতার করতে হবে। ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া’র সভাপতি বুধবার কেউ হিংসার পথে গেলে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তাঁকে দিল্লি হাইকোর্টের তরফে মঙ্গলবার আইনজীবীদের সাম‌লানোর কথা বললে তিনিস এই কথা জানান। কিন্তু পাশাপাশি তিনি বলেন, পুলিশ আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ করার পূর্ণ স্বাধীনতা চায়। তিনি বলেন, ‘‘পুলিশ জানিয়েছে তারা বিচারপতিদের নিরাপত্তা তুলে নেবে এবং এটা তাদের অন্যতম এক দাবি।’’ দিল্লি হাইকোর্টে এবিষয়ে বুধবার শুনানি।
    www.ndtv.com/bengali
  • দিল্লিতে হেনস্থার ঘটনায় ১১ ঘন্টা পর অবরোধ তুললেন পুলিশকর্মীরা
    Bengali | Edited by Biren Bhattacharya | Tuesday November 5, 2019
    পুলিশ ও আইনজীবীদের মধ্যে দিল্লিতে সংঘর্ষের (Clashes Between the Police and Lawyers) ঘটনা নিয়ন্ত্রণের বাইরে, ন্যায়বিচার এবং সুরক্ষার দাবিতে দিল্লি পুলিশের সদর দফতরের বাইরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন শখানেক পুলিশকর্মী। শীর্ষ আধিকারিকরা একাধিকবার অনুরোধ করলেও, নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ পুলিশকর্মীরা। সার্ভিস রুল অনুযায়ী, বিক্ষোভে সামিল হতে পারেন না পুলিশকর্মীরা, তবে এদিনের বিক্ষোভের ভিত্তি ছিল এবং তা আদালতের দৃষ্টি আকর্ষণ করে। দিল্লি এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে নোটিশ পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। পরিস্থিতি পর্যালোচনায় নিজের বাড়িতে বৈঠক করেন উপরাজ্যপাল অনিল বায়জল। রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সন্ধ্যার মধ্যেই, দিল্লির পুলিশকর্মীদের পাশে দাঁড়িয়ে সমর্থনের বার্তা দিয়েছেন হরিয়ানা, বিহারসহ বিভিন্ন রাজ্যের পুলিশকর্মীরা।
    www.ndtv.com/bengali
Your search did not match any documents
A few suggestions
  • Make sure all words are spelled correctly
  • Try different keywords
  • Try more general keywords
Check the NDTV Archives:https://archives.ndtv.com
Listen to the latest songs, only on JioSaavn.com