Bengali | Edited by Indrani Halder | Wednesday June 3, 2020
করোনা ভাইরাসের (Coronavirus) সঙ্গে যুঝেই আমাদের চলতে হবে, তাই এখন কেন্দ্রীয় সরকার আনলক ওয়ানের পথে হাঁটছে। অর্থাৎ ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক করতে হবে। করোনা ভাইরাস থেকে বাঁচতে যে লকডাউন জারি করা হয়েছিল তা শিথিল করা হচ্ছে এবং আনলক ওয়ানেই (Unlock 1 Delhi) আগামী ৮ জুন থেকে সারা দেশে ধর্মীয় স্থানগুলো খোলার ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে এআইএমআইএম (AIMIM) প্রধান এবং লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) মসজিদ খোলার পরেও কীভাবে চলতে হবে সেবিষয়ে কিছু আবেদন করেছেন।
www.ndtv.com/bengali