Bengali | Edited by Indrani Halder | Thursday March 5, 2020
নির্ভয়া কাণ্ডে (Nirbhaya case) আসামিদের সমস্ত আইনি বিকল্প নেওয়ার সুযোগ শেষ। বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চতুর্থ আসামি পবন গুপ্তার প্রাণভিক্ষার আবেদনও খারিজ করে দিয়েছেন। বাকি তিন আসামির (Nirbhaya Gangrape Case) করুণার আবেদন আগেই নাকচ হয়ে গেছে। ফলে তাদের ফাঁসি হতে আর কোনও বাধা থাকার কথা নয়। ইতিমধ্যেই তিহার জেল প্রশাসন ফাঁসির নতুন তারিখ নির্ধারণ করতে দিল্লির পাতিয়ালা আদালতে (Delhi Patiala Court) পৌঁছে গেছে বলে খবর। বৃহস্পতিবার দুপুর ২ টোয় নতুন মৃত্যু পরোয়ানা জারি সংক্রান্ত শুনানি হবে আদালতে। তিহার জেল প্রশাসন আদালতকে আগেই জানিয়েছে যে, নির্ভয়ার ৪ আসামিরই আইনি বিকল্প নেওয়ার সুযোগ শেষ হয়ে গেছে। ফলে এখন আদালতের উচিত যত তাড়াতাড়ি সম্ভব নতুন মৃত্যুর পরোয়ানা (Nirbhaya Death Warrant) জারি করা। এর আগে নির্ভয়া কাণ্ডের আসামিদের ফাঁসি কার্যকর করার জন্যে ৩ বার মৃত্যু পরোয়ানা জারি করা হয়, তবে কোনও না কোনও কারণে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। এবার তাই আসামিদের ফাঁসির প্রতীক্ষায় প্রহর গুণছেন নির্ভয়ার বাবা-মা।
www.ndtv.com/bengali