Bengali | Reported by Akhilesh Sharma, Neeta Sharma, Edited by Biswadip Dey | Friday February 28, 2020
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করলেন দিল্লি পুলিশের সিনিয়র আধিকারিকদের সঙ্গে। সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দিল্লিতে ছড়িয়ে হিংসায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হওয়ায় শুক্রবার ভোর চারটে থেকে সকাল ১০টা এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত বড় জমায়েতের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। জানানো হয়েছে, গত ৩৬ ঘণ্টায় রাজধানীর কোথাও বড় কোনও ঘটনা ঘটেনি। রবিবার থেকেই অশান্তি ছড়ায় উত্তর-পূর্ব দিল্লিতে। ১৪৪ ধারা অমান্য করে রাস্তায় বন্দুক, লোহার রড, লাঠি হাতে নেমে আসে দুষ্কৃতীরা। তারপর থেকে ক্রমশ খারাপ হয়েছে পরিস্থিতি। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বহু বাড়ি ও দোকানে। উন্মত্ত দুষ্কৃতীদের হাতে প্রাণ গিয়েছে অনেকের। ভাঙচুর করা হয়েছে গাড়িতেও।
www.ndtv.com/bengali