Bengali | Edited by Indrani Halder | Wednesday April 1, 2020
এবার করোনা ভাইরাসের (Coronavirus) শিকার হলেন দিল্লির ব্যস্ততম এক হাসপাতালের চিকিৎসক। এর ফলে সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে আগেভাগে দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউটটি (Delhi State Cancer Institute) বন্ধ করে দিল দিল্লি সরকার। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, ওই হাসপাতাল ভবনের ওপিডি, অফিস এবং ল্যাবগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব জায়গা বিশেষভাবে স্যানিটাইজ করা হচ্ছে। ইতিমধ্যেই যাঁরা ওই করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। ওই চিকিৎসক সম্প্রতি ব্রিটেন ফেরত এক আত্মীয়ের সংস্পর্শে আসেন। মনে করা হচ্ছে সেই আত্মীয়দের কাছ থেকেই COVID-19 ভাইরাস তাঁর শরীরে বাসা বেঁধেছে।
www.ndtv.com/bengali