Bengali | Edited by Indrani Halder | Thursday January 23, 2020
দলের মধ্যে থাকা বিক্ষুব্ধ নেতাদের কোনওভাবেই রেয়াত করা হবে না, বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হয়ে এমনই বার্তা দিলেন জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মনে করা হচ্ছে ঘুরিয়ে তিনি (CM Nitish Kumar) জেডিইউ নেতা পবন কুমার ভার্মাকেই ওই বার্তা দিলেন। এর আগে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে (Delhi Election 2020) জেডিউ এবং বিজেপি জোট নিয়ে প্রশ্ন তোলেন জেডিইউ-র প্রবীণ নেতা পবন (Pawan Varma) । সেই প্রসঙ্গেই নীতিশ কুমার বলেন, যাঁর যেখানে ইচ্ছে চলে যেতে পারেন। অর্থাৎ চাইলে পবন কুমার ভার্মা জেডিইউ ছেড়ে অন্য দলে যোগ দিতে পারেন, এমনটাই বলে দিলেন জনতা দল ইউনাইটেডের সুপ্রিমো।
www.ndtv.com/bengali