Bengali | Edited by Biswadip Dey | Thursday January 23, 2020
বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম (P Chidambaram) বিজেপি (BJP) সরকারকে আক্রমণ করলেন বৃহস্পতিবার। তিনি অভিযোগ করলেন, গত দু’বছর ধরে দেশের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে চূর্ণ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বিশ্ব গণতন্ত্র সূচকে (Democracy Index) ভারতের দশ স্থান নেমে যাওয়ার জন্যও সরকারকে দায়ী করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি দাবি করলেন, ‘‘যাঁরা ক্ষমতায় রয়েছেন’’ , তাঁরাই প্রকৃত ‘‘টুকরে টুকরে গ্যাং’’। প্রসঙ্গত, বাম দলগুলিকে ‘টুকরে টুকরে গ্যাং’ নামে ডাকে দক্ষিণপন্থী দলগুলি। ২০১৬ সালে জেএনইউতে এক অনুষ্ঠানে দেশবিরোধী স্লোগান দেওয়া হলে এই নামকরণ করা হয়।
www.ndtv.com/bengali