Bengali | Edited by Biren Bhattacharya | Tuesday November 19, 2019
ডেঙ্গিতে এবছর রাজ্যে মৃত্যু হয়েছে ২৩ জনের, মঙ্গলবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, ১৯৯০-এর ম্যালারিয়ার প্রাদুর্ভাব একন ডেঙ্গিতে পরিণত হয়েছে, যেহেতু ভাইরাসের প্রকৃতি পাল্টে গিয়েছে। মঙ্গলবার মালদায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী, সেখানেই তিনি জানান, ১৯৯০ থেকে ২০০০-এও প্রত্যেক বছর ম্যালিগেন্ট ম্যালারিয়া বহু মানুষের জীবনহানি ঘটায়, ফলে প্রবল জ্বরে আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হওয়া নতুন কিছু নয়।
www.ndtv.com/bengali