Bengali | Asian News International | Wednesday April 10, 2019
Lok Sabha elections 2019: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ হানলেন তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও'ব্রায়ান। বুধবার তিনি বলেন, বিজেপি এখন ভোটের আগে নিজেদের ‘সাধু' বানিয়ে বিরোধীদের ‘শয়তান' বানাতেই ব্যস্ত। নির্বাচন কমিশনের সঙ্গে একটি বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডেরেক বলেন, “এই বিশ্বের সবথেকে খারাপ এবং দুর্নীতিগ্রস্ত দলটির নাম হল বিজেপি। এখন ওরা বিরোধীদের আক্রমণ করছে কথায় কথায়। এমন একটা ভাব করে চলেছে, যেন ওরা সব ‘সাধু' আর আমরা বিরোধীরা হলাম ‘শয়তান'। যদিও, তাই বলে, ওরা যদি ভাবে যে, এভাবে মানুষকে বোকা বানাবে, তাহলে খুব ভুল করবে”।
www.ndtv.com/bengali