Bengali | Edited by Indrani Halder | Saturday April 18, 2020
শুক্রবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দেওয়াস জেলায় স্থানীয় (Dewas) রাস্তাঘাট পরিষ্কার করতে গিয়ে জনতার হাতে রীতিমতো গণধোলাই খেলেন কয়েকজন সাফাই কর্মী। সবচেয়ে মারাত্মক ব্যাপার হল উত্তেজিত জনতা যখন ঘিরে ধরে মারধর শুরু করেন সেই সময়েই তাঁদের মধ্যে একজন একটি কুঠার নিয়েও মারতে যান এক সাফাইকর্মীকে।কোনওক্রমে প্রাণে বেঁচে গেলেও তাঁর হাতটি মারাত্মকভাবে জখম হয়। বর্তমানে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা মধ্যপ্রদেশে প্রথম নয়, কয়েক সপ্তাহ আগেও ওই রাজ্যে আক্রান্ত হন কিছু স্বাস্থ্যকর্মী ও পুরকর্মী, তাঁদের অপরাধ স্থানীয় বাসিন্দাদের কেউ করোনা আক্রান্ত (Coronavirus) কিনা খতিয়ে দেখতে যান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই রকম ঘটনার সাক্ষী হলেন সাফাই কর্মীরা। তাঁদের উপর হামলার প্রায় পুরো অংশটিই সংবাদমাধ্যমের ক্য়ামেরায় ধরা পড়েছে।
www.ndtv.com/bengali