Bengali | Edited by Rajit Das | Sunday August 11, 2019
অভিযোগ, সরকারি জন-অভিযোগ সেলে গিয়ে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি মুখ্যমন্ত্রীকে জানানো মানুষের সমস্যা সম্পর্কে জানতে চান। একটি দলের হয়ে কাজ করছেন ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (I-PAC) কর্মীরা। তারা কেন সরকারি কাজে হস্তক্ষেপ করবে? সূত্রের খবর, এরপরই বেঁকে বসেন জন-অভিযোগ সেলে কর্মরত সরকারিরা। যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক।সংবাদ মাধ্যমে প্রকাশিত এই রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহল সিনহা (Rahul Singha)।
www.ndtv.com/bengali