Bengali | Press Trust of India | Wednesday July 31, 2019
জনসংযোগের ভিত আরও পাকা করতে “দিদিকে বল” (Didi Ke Bolo) হেল্পলাইন চালু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওয়েবসাইট এবং ফোন নম্বরের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে, তাঁধের অভাব অভিযোগ শোনার পাশাপাশি তার সমাধানেরও চেষ্টা করবেন শাসকদলের নেতারা। রাজ্যের শাসকদলের সেই হেল্পলাইনকেই কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির জাতীয় সহসভাপতি শিবরাজ সিং চৌহান। তৃণমূল নেত্রীর (Mamata Banerjee) এই পদক্ষেপকে “মরিয়া প্রচেষ্টা” বলে মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বাংলার মানুষ এখন বলছে, “দিদিকে ছাড়ো” (Didi ke choro)।
www.ndtv.com/bengali